২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    বুধবার (২ মার্চ) ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ আদালতের পক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন । পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা।

    হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় এদিন চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিলো। আদালত পুলিশের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে চার জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    মামলায় চার্জশিটভুক্ত মোট ৮ আসামির মধ্যে অন্য চার জন জামিনে আছেন। জামিনে থাকা এই চার জন হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।

    ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানান, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি দায়ের করা হয়েছিল। পুলিশ দুই চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর