বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) ফরিদ মিয়া (৪২) ও হোসনে আরা বেগম (৪৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘সকালে সিলেটগামী একটি পিকআপের সঙ্গে উপজেলার বিজয়নগর থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদা বেগম ও দুদু মিয়া মারা যান। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফরিদ মিয়া মারা যান। ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় হোসনে আরা বেগমের।