৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কোনো অবস্থাতেই শিশুদের আর কাজে নয়, মন্ত্রিসভায় অনুমোদন

    সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ১৪ বা ১৫ হোক, শিশুদের কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না।

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দেন।

    বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি  বলেন, এর আগে আইএলও’র সাতটি কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এছাড়া আরও সাব-সিডিয়ারি ৩৫টি কনভেনশনও স্বাক্ষর করেছে। এখানে ১৩৮ নম্বর যে কনভেনশন, এটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি ১৮৯টি দেশের মধ্যে ১৭৩টি দেশ স্বাক্ষর করেছে।

    তিনি বলেন, বেসিক এডুকেশন করতে ১৫ বছর লাগে। সুতরাং ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। তবে এখানে বলা হয়েছে, কোনো দেশের যদি আর্থ সামাজিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে তারা বয়স কমাতে চায়, তাহলে ১৪ বছর পর্যন্ত কমানো যাবে, এর নিচে নয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর