২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ

    তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১ টায়।  এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে আইসিসি সুপার লিগে একশত দশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় তামিম বাহিনী।  শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ধবল ধোলাই এড়াতে চায় আফগানিস্তান।

     সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে দেখার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে পেইস ও টপ অর্ডার থেকে আসতে পারে একটি করে পরিবর্তন।

    তারই ইঙ্গিত মিলেছে শেষ ম্যাচের আগের দিন অনুশীলনে। এদিন মাহমুদুল হাসান জয়কে নিয়ে নিবিড় অনুশীলন করেছেন তিন কোচ। একই সঙ্গে লম্বা সময় অনুশীলন করেছেন নাঈম শেখও।

     দ্বিতীয় ম্যাচে ভালো রান পাওয়ায় অনুশীলনে বেশ ফুরফুরে ছিলেন মুশফিকুর রহিম। অপরদিকে কঠোর অনুশীলন চালিয়ে গেছেন তামিম ইকবাল। জেমি সিডন্সের সঙ্গে বেশ কিছুটা সময় আলোচনা করতে দেখা গেছে তাকে।

     শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে পেইসার এবাদত হোসেনের। তাকেও লম্বা সময় নেটে অনুশীলন করিয়েছেন কোচরা।

     ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট বাগিয়ে নিতে বদ্ধপরিকর তামিমের দল। বিদেশের মাটিতে বাংলাদেশের যে সিরিজগুলো সুপার লিগের অংশ সেগুলোতে কিছুটা হলেও শঙ্কায় রয়েছে সকলে। তাই ঘরের মাঠের সিরিজ থেকে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে চায় বাংলাদেশ।

    টানা দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিজ জয় হয়েছে টাইগারদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে তামিম বাহিনী। এখন শেষ ম্যাচে জয় দিয়ে আফগানদের হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ।

    এ জয়কে শুধূ জয় হিসেবে দেখছে না  টাইগাররা।  এ জয়ের মধ্য দিয়ে আইসিসি সুপার লিগে শীর্ষস্থান ধরে রাখতে বদ্ধ পরিকর। সেক্ষেত্রে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়ার পথ আরও সহজ হবে সাকিব-মুশফিকদের জন্য।

    তাইতো  একের পর এক টানা সিরিজ খেলেও । কঠোর অনুশীলন করছে  টাইগাররা। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ ম্যাচে জয়ের কথা বললেন মিরাজ।

    এদিকে টানা দুম্যাচ হারের পর চাপে আছে আফগানিস্তান। পিছনের ভুল শোধরে শেষ ম্যাচে  জয় দিয়ে  নিজের সম্মান  রক্ষা করতে  চায় সফরকারীরা।

     সেটিই এখন টাইগারদের মূল লক্ষ্য। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

    ম্যাচের আগের দিন সংবাদসম্মেলনে মিরাজ বলেন, ‘সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূ্র্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে সেরা ৮টা দল কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরের লক্ষ্য একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে।

     ‘সামনে হয়তো অনেক ভালো সুযোগ আসবে। হয়তো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে সামনের চ্যালেঞ্জগুলো।’

     স্বাগতিকদের ক্লিন সুইপের লক্ষ্য থাকলেও জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় আফগানিস্তান। সে লক্ষ্যে শেষ দিন তাদের দেখা গেছে কঠোর অনুশীলনে। হালকা ওয়ার্ম আপ করে তারা নেমে গেছেন নেট অনুশীলনে।

     গত ম্যাচে তিন পরিবর্তন এনে ফল না পাওয়ার পর শেষ ম্যাচেও বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের।

     বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি/মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান/এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

     আফগানিস্তান সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি, রাশিদ খান, মুজিব উর রহমান, ফারিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর