২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

     ৪ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার

    বরিশালের চরমোনাইতে মাহফিলগামী ট্রলারডুবির চার দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান।

    তিনি জানান, উদ্ধার করা মরদেহটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে রফিকুল ইসলাম। তার ছবির সঙ্গে মুখমন্ডলের মিল দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। বাকিটা তার স্বজনরা করবেন।

    বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

    প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারযোগে যাওয়ার পথে রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর