২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে .. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

    পিরোজপুর প্রতিনিধিঃ

    প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম। আজ শুক্রবার  পিরোজপুরের স্বরূপকাঠির বালিহারী সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে এক  উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  মন্ত্রী  এ মন্তব্য করেন , এ সময় মন্ত্রী  আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার প্রয়োজন। শেখ হাসিনা শিক্ষাবান্ধব। দেশের শিক্ষা বিস্তারে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন, অতীতে কোনদিন কোন প্রধানমন্ত্রী তা নিতে পারেননি।‘ আমরা পরাধীন ছিলাম। বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। তিনিই স্বাধীনতার মহানায়ক। আমাদের মনে রাখতে হবে, এই দেশ এমনি এমনি আসেনি। স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। দুই লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। তাঁদের প্রতি সব সময় আমাদের শ্রদ্ধা রাখতে হবে।’  দেশ স্বাধীন হয়েছে বলে। এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই অগ্রযাত্রায় শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন অসিম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ  সদস্য  অধ্যক্ষ শাহ আলম  উপজেলা নির্বাহি অফিসার মোশারফ হোসেন  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর