মানিকগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর হয়েছে। আজ (সোমবার) দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ নারী পুরুষের হাতে এসব কম্বল তুলে দেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি।