৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টাইগারদের ইজ্জ্বত রেখেছে  আফিফ মেহেদীর ব্যাট

    চট্টগ্রাম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে  আফগানিস্তানের দেয়া  ২১৬ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ । সবশেষ খবরে ৬ উইকেটে ২০০ রান সংগ্রহ করেছে টাইগাররা।

    ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং নিপর্যয় পরে তামিম বাহিনী। ১৩ রানে সাজঘরে ফেরেন লিটন দাস।  দলীয় ২৪ রানে একই পথ ধরেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর  নিজের থাকায়  তিন রান যোগ করেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহীম।  রানের খাতা না খুলেই ফিরে যান ইয়াসির আলী।  দরীয় ১৮ রানে চার উইকেটের পতন । এরপর সাকিব নিজের নামের সঙ্গে ন্যায় বিচার করতে পারলেন না।  নিজের খাতায় ১০ রান যোগ করেই সেই সাজঘরে।  দলীয় ৪৬ রানে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদও।

    এরপর  বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। তারা দুইজন মিলে সপ্তম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়েছেন।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত আফিফ ১০৯ বল খেলে ৮৩ ও মেহেদি হাসান মিরাজ ১০৮ বল খেলে ৭১ রান করেছেন।

    প্রায় শুরুতেই হারের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ এখন তাদের দুইজনের অনবদ্য পার্টনারশিপের সুবাদে কিছুটা হলেও জয়ের সম্ভাবনা তৈরি করেছে।

    তাদের দুজনের পার্টনারশিপের সুবাদে ৪৬  ওভার শেষে বাংলাদেশ ২০০ রান করতে সমর্থ হয়েছে। এর আগে  টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে ২১৫ রানে অল আউট হয়  আফগানিস্তান।  বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান তিনটি , তাসকিন সাকিব ও শরিফুল দুইটি করে উইকেট নেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর