৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রাব্বির অভিষেক

    আফগানিস্তানের  বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।  প্রথম ম্যাচে অভিষেক হয়েছে ইয়াসির আলি রাব্বি,

    এ ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ২১৭ দিন পর ওয়ানডে ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। মাসের হিসাবে সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ম্যাচ খেলছে বাংলাদেশ।

    এই সিরিজ বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেই ইংল্যান্ডকে টপকে বাংলাদেশ উঠে যাবে টেবিলের শীর্ষে।সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির। এর আগে পাকিস্তান সিরিজে টেস্টে অভিষেক হয়েছিল তার।

    এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাচ্ছে চার সিনিয়রকে।

    বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব-উর-রহমান ও ইয়ামিন আহমদজাই।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর