৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে ২৮০ জনে

    আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছে । তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বুধবার (২২ জুন) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

    খবর বিবিসি ও আলজাজিরা।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানের পূর্বাংশের কিছু অংশ এবং পাকিস্তানের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়।

    ইউএসজিএস’র তথ্য মতে, ভূমিকম্পটি উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে এবং ৫১ কিলোমিটার গভীরে ছিল।

    দেশটির একজন স্থানীয় সরকারী কর্মকর্তা বিবিসি’কে জানায়, নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮০ জনে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

    ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।

    আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর