৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

    কলকাতা আর্মড পুলিশের সদস্য তুদুপ লেপচা নামের এক সদস্য ছুটি শেষে আজ সকালেই কাজে যোগদান করেন।  পশ্চিমবঙ্গের কলকাতায় পার্ক সার্কাসে বাংলাদেশ উপ-হাইকমিশন সড়কে ডিউটি করছিলো তুদুপ লেপচা। দুপুরে হঠাৎ করেই নিজের কাছে রাখা রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করেন। এতে এক নারীর মৃত্যু হয়।  পরে ওই পুলিশ সদস্যও নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি এলোপাতাড়ি গুলি চালান ওই পুলিশ সদস্য। এতে বাইকে থাকা এক নারীর পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যান। পরে গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

    পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ সদস্য। যার ফলেই এ ঘটনা ঘটিয়েছেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা তার জন্য কড়েয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

    স্থানীয়দের দাবি, ওই নারী একটি মোটরসাইকেলে ছিলেন। এলোপাতাড়ি ছোড়া গুলি গিয়ে লাগে চালকের পিঠে। বাইকের পেছনে থাকা তার শরীরেও গুলি লাগে। এছাড়া দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর