৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কৃষি ঋন বিতরণে নতুন রেকর্ড গড়লো ব্যাংক

    আলোচিত খবর ডেস্ক : কৃষি ঋনের উপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায়  জুলাই থেকে নভেম্বর পর্যন্ত  ১৪ হাজার ৪১৮ কোটি টাকা ঋন বিতরণ করেছে দেশের ব্যাংকগুলো। যা গত বছর এই সময় বিতরণ করা হয়েছিলো ১২ হাজার ৮৭১ কোটি ১১ লাখ টাকা। যা আগের বছরের চেয়ে ১ হাজার ৫৪৭ কোটি টাকা বেশি।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    চলতি বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। গত ৫ মাসের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।

    পাঁচ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে ৫ হাজার ৯৩০ কোটি ৫৩ লাখ টাকা। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৮৫৪ কোটি ৭৭ লাখ টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ২০৫ কোটি ২২ লাখ টাকা।

    চার মাসে সর্বোচ্চ কৃষি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো হলো—কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক। সর্বনিম্ন কৃষি ঋণ বিতরণ করেছে পদ্মা ব্যাংক।

    মিথিলা/অ/বা

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর