২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ নারী গার্মেন্টসকর্মী

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী।

    নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) ও নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)।

    গোলড়া হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে গেছে। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নারী গার্মেন্টসকর্মী মারা যান।

    গোলড়া হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম আরও জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তিন নারী মারা যান।

    মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মরদেহ দাফনের জন্য বিধি অনুযায়ী সহায়তা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও করা হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর