তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন, তফসিল অনুযায়ী আগামী ৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
আগামী ৯ মে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার পূর্বেই জমে উঠেছে নির্বাচনের মাঠ।এ নির্বাচনে সম্ভাব্য ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে শোনা যাচ্ছে। তারা হলেন তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃরেজবি-উল-কবির জমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মিন্টু,বর্তমান ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা আকন আল মামুন। বিভিন্ন ভাবে জনমত জরিপে দেখা যায় যে, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃরেজবি-উল-কবির ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন তার কারন জানতে চাইলে অনেকেই বলেন বর্তমান চেয়ারম্যান শিক্ষিত, মার্জিত,নম্র ভদ্র এবং তাহার শাসনামলে ব্যপক পরিমানে মসজিদ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে তাই বেশির ভাগ ভোটার তার উপরই আস্থা রাখছেন।আবার কিছু কিছু ভোটার বলেন ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটবে আগামী ৫ জুন
জমে উঠেছে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |