১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    এক দশকের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

    একটু সুখের আশায় সংসারে স্বচ্ছলতা আনতে বিদেশে পাড়ি জমান অনেকে।  কিন্তু সেখানে গিয়ে কিংবা যাওয়ার পথে প্রাণ দিতে হয় অসংখ্য অভিবাসনপ্রত্যাশীদের।

    ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন রুটে অন্তত আট হাজার ৫৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। তাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    এর আগে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে ২০১৬ সালে। তখন রেকর্ড আট হাজার ৮৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর