১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ইউপি চেয়ারম্যানসহ নিহত দুই মোটরসাইকেল আরোহী

    সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিতৃমহল এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহীর দুইজনই নিহত হয়েছেন। নিহত মধ্যে একজন ইউপি চেয়ারম্যান, অপরজন ব্যবসায়ী।

    শনিবার (১৬ সেপ্টেম্বর, ২০২৩) দিবাগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সিলেট নগরীর ৮৫ পায়রার বাসিন্দা ওবায়দুল্লাহ ইসহাক, অপরজন নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ।তিনি পেশায় ব্যবসায়ী।

    গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

    পুলিশ কর্মকর্তা কে এম নজরুল ইসলাম আরো বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর