২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২ জন, আহত ৫ জন

    পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন । আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (২১ মার্চ, ২০২৩) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি বলেন, পাবনা থেকে ডাক বিভাগের পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।  তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর