১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আয়ারল্যান্ড সিরিজে নেই মাহমুদুল্লাহ জায়গা হলো জাকিরের

    আলোচিত ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ভাল যায়নি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট। তাইতো আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে থেকে বাদ পড়েছেন এ অভিজ্ঞ ব্যাটার। দলে প্রথমবারের মত জায়গা পেয়েছে  জাকির হোসেন।  ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজে সিলেটে শুরু হবে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি রোববার রাতে তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করে ।

    এ সিরিজ থেকে  শুধু মাহমুদুল্লাহ নয় বাদ পড়েছেন  তাইজুল ইসলামও। তবে জায়গা হয়েছে ইয়াসির আলী চৌধুর রাব্বী আর আছেন শরিফুল ইসলাম।

    ২৭ দিনের সফরে আয়ারল্যান্ড দল এরইমধ্যে বাংলাদেশে পৌছেছে।  সিলেটে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।

    বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, জাকির হাসান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর