১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

    স্টাফ রিপোর্টার : জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে পুর্বের কমিটি বিলুপ্ত করে মো. আজিজুল হাকিমকে আহবায়ক ও ইকবাল হোসেন পলাশকে সদস্য সচিব করে ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
    জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু এ সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্রের ১৫ এর (ঘ) ধারা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয়া হলো এবং পুর্বের কমিটি বিলুপ্ত করা হলো।


    দীর্ঘদিন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম না থাকায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী এবং বিএনপি-জামাতের নৈরাজ্যর বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নিদের্শে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ডক্টর মির্জা আব্দুল জলিলের সুপারিশ ক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয় বলে এতে জানানো হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর