১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশে এসে পৌঁছেছেন । তিনি পৌঁছানোর পরেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সুধী সমাবেশ মঞ্চে উঠে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সমাবেশে অংশ নেওয়া সবাই।

    দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হক এর সভাপতিত্বে সুধী সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ সমাবেশ সঞ্চালনা করছেন ।

    সকাল ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার বাড়িতে দুপুরের খাবার খান এবং জোহরের নামাজ আদায় করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে এলেন।

    মাহফুজা ২৮-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর