বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবনে ফিরেছেন ।
সোমবারসন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি তার গুলশানের বাসভবনে ফিরে যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন ।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, ‘রুটিন চেকআপ’এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়।
২০২২ সালের ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলন সাবেক প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে ৫টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।
মাহফুজা ২৭-২