৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দুদকের মামলায় প্রদীপ কুমার দাশের দণ্ডিত স্ত্রী চুমকি জামিন পেলেননা

    দুর্নীতি দমন কমিশনের মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের দণ্ডিত স্ত্রী চুমকিকে হাইকোর্ট জামিন দেননি ।

    সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন না দিয়ে দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য প্রস্তুত করতে বলেন পেপারবুক।

    আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব শফিক।

    আসিফ হাসান জানান, দণ্ডের পর চুমকি আপিল করলে২০২২ সালের  ৭ সেপ্টেম্বর আদালত শুনানির জন্য গ্রহণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ২৩ ফেব্রুয়ারি আদেশের জন্য আজকের দিন রাখেন। আজকে আদালত মৌখিকভাবে জামিন না দেওয়ার কথা বলে আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করতে বলেন বিচারক।

    গেল বছরের ২৭ জুলাই এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশের ২০ ও তার স্ত্রী চুমকি কারনকে ২১ বছর কারাদণ্ড দেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ।

    ২০২০ সালের ২৩ আগস্ট অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন । মামলায় প্রদীপ ও চুমকির বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। তদন্তের পর টাকার অংকে কিছু পরিবর্তন আনা হয়।

    ২০২১ সালের ২৮ জুলাই অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন ।

    মামলার শুরু থেকে চুমকি পলাতক থাকলেও গেল বছরের ২৩ মে আদালতে আত্মসমর্পণ করেন এবং সেই থেকে তিনি কারাবন্দি।

    ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যা মামলায় প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

    মাহফুজা ২৭-২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর