২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপি একটি অবৈধ দল এবং তাদের জন্মই হয়েছে অবৈধভাবে -শিক্ষামন্ত্রী

    বিএনপি একটি অবৈধ দলএবং  তাদের জন্মই হয়েছে অবৈধভাবে বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । রোববার  দুপুর ১২টায় জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন  তিনি।

    তিনি  আরো বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। বিএনপি নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় তা  সবসময় চেষ্টা করে।

    এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।

    আরও ৫টি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান , জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র ।

    মাহফুজা ২৬-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর