১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ৪ মার্চ সব মহানগরের থানায় পদযাত্রা করবে বিএনপি

    সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও দলীয় নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে । এবার দলটি সারাদেশে বিভাগ, জেলার পর থানা পর্যায়ে পদযাত্রা করার সিদ্ধান্ত  নিয়েছে ।

    রোববার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক  সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, দেশনেত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ দেশব্যাপী সব মহানগরের থানায়-থানায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।

    বিএনপি ছাড়া সমমনা জোটগুলোও যুগপৎভাবে অভিন্ন এ কর্মসূচি পালন করবে।

    ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলন করছে। দুই মাসে তারা সারা দেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ কর্মসূচি করেছে।

    ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে এবং ১৮ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে পদযাত্রার কর্মসূচি করেছে।এ আন্দোলনের কর্মসূচির বাইরে মহানগর বিএনপিও রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি পদযাত্রা করেছে।

    মাহফুজা ২৬-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর