২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সব হজযাত্রীকে ভিসার আবেদন করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে

    সৌদি সরকার এবার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এ বছর থেকে সব হজযাত্রীকে করতে হবে ভিসার আবেদন বায়োমেট্রিক পদ্ধতিতে । হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসের জমা না দেওয়া অনুরোধ জানিয়েছে সরকার। এই পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    রোববার  এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

    ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই লক্ষে হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনার হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

    যারা পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন তাদের হজ অফিস থেকে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এ বিষয়ে করণীয় হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে’ ।

    ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের তিন দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।

    এ বছরের সরকারি-বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি এবং নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

    মাহফুজা ২২-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর