৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকায় জঙ্গিরা মনে করে এ সময়ে পুলিশের নজর কম থাকে- সিসিটিসি প্রধান

    নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বাড়ার সুযোগ নেই বলে  জানালেন সিসিটিসি প্রধান মো. আসাদুজ্জামান ।দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, সিটিটিসি না থাকায় আগে  জঙ্গিবাদ নিয়ে স্পেশালি কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। তবে এখন সিটিটিসির কাজ হলো জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা । আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা তাদের আগের স্পেসটা পাবে না  বলে আমি মনে করি ।

    নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশে নিরাপত্তা কার্যক্রমে অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়ে এ বাহিনীর সদস্যরা। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিকে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে এবং ইতিপূর্বে এমনটাই হয়েছে। তবে এখন সময় বদলেছে বলে জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান।

    সিটিটিসি প্রধান বলেন, শামিন মাহফুজ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেপ্তার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা করি।

    পাহাড়ি উগ্রবাদী সংগঠন সংগঠনক কেএনএফ প্রধান নাথান বোম দেশে না কি দেশের বাইরে পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

    মাহফুজা২২-২

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর