৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    চাঁদপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত;আহত ১জন

    চাঁদপুর সদর উপজেলায়  বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মারা গেছেন তিন যাত্রী ।

    বুধবার ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল।

    নিহতেরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতরা হলেন- হাবিবুর রহমান , মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার ও মাহাবুব প্রধানীয়া ।

    এ ঘটনায় আহত হয়েছেন একজন। তবে তাৎক্ষণিক আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। ঘোষেরহাট এলাকায় বাসটি পৌঁছলে চাঁদপুরগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

    এসআই মফিজুল বলেন,নিহতদের মরদেহ ঘটনা স্থলেই রয়েছে। পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠাবে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে।

    মাহফুজা ২২-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর