১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আল আমিন হোসেনের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ মার্চ ধার্য করা হয়েছে

    যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আদালত আগামী ৫ মার্চ ধার্য করেছেন ।

    বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করেন।

    এদিন ক্রিকেটার আল-আমিন আদালতে হাজিরা দেন।

    এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানা ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে ।

    ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয় এবং এ দম্পতির দুই সন্তান রয়েছে। আল আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

    ইসরাতের বৃদ্ধ বাবা দাবি করা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। ইশরাত অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তার । আল আমিন মামলাটিতে জামিনে আছেন।

    মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সোহেল রানা সম্প্রতি আল আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

    মাহফুজা ২২-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর