মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন । নিহতদের সবাই অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। রোববার) মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
মেক্সিকান কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এইতথ্য জানায় বার্তাসংস্থা এপি এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।
পুয়েবলা প্রদেশের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা জানান, অভিবাসীরা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিহতদের মধ্যে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার কিছু দেশের মানুষও রয়েছে।,
হুয়ের্তা বলেন, রোববার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকার দিকে যাওয়ার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে এবং অভিবাসীরা উপযুক্ত নথি ছাড়াই ভ্রমণ করছিল ।
এপি বলছে, বাসের ৪৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও দু’জন হাসপাতালে মারা যান। এখনও চিকিৎসাধীন আছেন ১৩ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
সংবাদমাধ্যম বলছে, অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের।
মাহফুজা ২১-২