১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামীকাল হাথুরু বাংলাদেশে টাইগারদের দায়িত্ব নিতে আসছেন

    আগামীকাল  ঢাকায় আসবেন সাবেক লঙ্কান ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। আলোচিত এই কোচ সাকিব আল হাসানদের সঙ্গে দ্বিতীয় দফায় কাজ করবেন।

    সোমবার রাত সাড়ে ১০টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হাথুরু। এর পরের দিন বিশ্রামে থেকে ২২ ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশে কোচিং এ  দ্বিতীয় ইনিংস শুরু করবেন।

    রঙ্গনা হেরাথ বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে আছেন । প্রায় দুই বছর ধরেই সাকিব-তাইজুলদের সঙ্গে কাজ করছেন শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার। হেরাথ বলছেন, হাথুরুর ফেরায় বাংলাদেশের ক্রিকেটেরই উপকার হবে।  চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছে। আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।

    এর আগে হাথুরুসিংহের দ্বিতীয় দফায় ফেরার খবর নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান । তিনি জানান, হাথুরু তিন ফরম্যাটেই কোচ হয়ে ফিরছেন এবং থাকবেন কমপক্ষে দুই বছরের জন্য। বিসিবি এখনো নিশ্চিত করেনি হাথুরুর সহকারী হিসেবে কে থাকছেন ।

    এদিকে, বিসিবির হেড অফ প্রোগ্রামস ডেভিড মুর বাংলাদেশে এসেই শুরু করেছেন কাজ । তার অধীনে লেগ-স্পিনার হান্ট কর্মসূচি গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

    অন্যদিকে, সোমবারই জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও দেশে পা রাখবেন। সাবেক এই প্রোটিয়া বোলার ভারত সফরের পর ছুটি কাটাতে পরিবারের কাছে গিয়েছিলেন।

    হাথুরুর কোচ থাকার সময় তিন সংস্করণে ১০২ ম্যাচ খেলে ৪১টি জয় পেয়েছে বাংলাদেশ, হার ৫১ ম্যাচে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার মতো সাফল্য এসেছে হাথুরুসিংহের সময়ে।

    মাহফুজা ১৯-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর