৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ  ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভুমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ২টায় এই ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে, বিশেষ করে মাসবাতে প্রদেশে।

    ভূমিকম্পের পরই স্থানীয় বিশেষজ্ঞরা আফটারশকের সতর্কতা জারি করে। খবরটি জানায় এনডিটিভি।

    মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং মাসবেতের উসন পৌরসভার মিয়াগা গ্রামের নিকটতম গ্রাম থেকে ভূমিকম্পের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার দূরে।

    অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সবসময় বেশি হয়। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি ।

    মাঝরাতে এমন ভূমিকম্পে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ভূমিকম্পের পর আফটারশকের ধাক্কা আসতে পারে বলে মধ্যরাতে বেরিয়ে পড়ার পর অনেকে এখন নিজ বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন।

    মাসবাতে প্রদেশের পুলিশ প্রধান রলি আলাবানা বার্তাসংস্থা এএফপিকে জানান , এটি শক্তিশালী ভূমিকম্প ছিলো এবং  অনেকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে চলে গেছেন।

    মাহফুজা ১৬-

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর