টলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। এবার জানা গেলো, লিভ-ইন সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। খবরটি জানালো টাইমস অব ইন্ডিয়ার।
ভালোবাসা দিবস উপলক্ষে কবে বিয়ে করছেন এ প্রশ্নের জবাবে অঙ্কুশ বলেন, ‘আমরা চার বছর ধরে লিভ-ইন করছি তাই পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কী সেটা বুঝতে পারি না। আমরা তো সবসময় একসঙ্গেই রয়েছি।’
তবে ঐন্দ্রিলার গলায় ভিন্ন সুর। তার ভাষায়, ‘আমি বিয়ে করতে চাই।’ ঐন্দ্রিলা ডেস্টিনেশন ওয়েডিংয়ের দিকে ঝুঁকতে চাইছেন এবং বিশেষ দিনে ডিজাইনার পোশাক পরতে চান। ব্যয়বহুল ভ্যেনু বুক করতে চান। এ বিষয়ে অঙ্কুশ বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির খুব কম লোকজনকে দাওয়াত দেব। কারণ বেশিরভাগ আসবেন, খাবেন এবং শেষে বলবেন, ‘দেখব বিয়েটা কতদিন টিকে।’’
ঐন্দ্রিলা বলেন ‘জীবনে একবারই বিয়ে করব। অন্তত এমনটাই আমার ইচ্ছা। যদি সেটা রাজকীয় স্টাইলে করতে চাই, সেটা কি ভুল, সেটা কি অপরাধ?
ঐন্দ্রিলা বলেন, ‘আমার জীবনে অঙ্কুশই ছিল, আছে আর থাকবে। কিন্তু আমি ওর জীবনে ৩১তম নারী। আমি ওর কাছে ডাল-ভাতের মতো হয়ে গিয়েছি। আর অঙ্কুশ আমার জন্য আজও মাংস-ভাত।’
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের বয়স ১৩ বছর। ১৪ ফেব্রুয়ারি তাঁদের সম্পর্ক ১৩ বছরে পা দিল। ২০২০ সালে কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ এবং ফ্ল্যাটের সামনে নিজের ও ঐন্দ্রিলার নামে বোর্ডও লাগিয়েছেন তারা। খুব সুন্দরভাবে সাজিয়েছেন তাঁরা এই ফ্ল্যাটটি। এখানেই একসঙ্গে থাকেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ২০২১ সালে ঐন্দ্রিলা-অঙ্কুশের বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা দেখা গেলেও তা ধামাচাপা পরে যায়। বিয়েটা কবে করছেন সেটা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিয়ের পরিকল্পনা তাঁদের তাঁদের কেমন তা বোঝা গেল।
‘ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন অঙ্কুশ হাজরা রাজা চন্দ পরিচালিত ম্যাজিক’ সিনেমায় ।অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো— ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
মাহফুজা ১৫-২