১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিগ বস ১৬ এর বিজয়ী হলেন এমসি স্ট্যান

    শেষ হল ভারতের সবথেকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর যাত্রা। এ বছর ১৬ তম আসর পার করল বিগ বস। প্রায় সাড়ে চার মাসের ধুন্ধুমার লড়াই, ঝগড়া, প্ল্যানিং প্লটিংয়ের পর অবশেষে অপেক্ষার অবসান হলো । এই প্রতিযোগিতার ১৬তম আসরে বিজয়ী হয়েছেন এমসি স্ট্যান। ১৯ সপ্তাহ বিগ বসের ঘরে থাকার পর বিজয়ীর ট্রফি ছিনিয়ে আনলেন এই র্যাপার।

    রোববার অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৬’-এর গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীর নাম ঘোষণা করেন সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। এদিন  সলমনের পাশাপাশি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক।

    পুরস্কার হিসেবে এমসি স্ট্যান পেয়েছে একটি ট্রফি, ৩১ লাখ ৮০ হাজার রুপি ও একটি গাড়ি। শোয়ের শেষে একটা গান গেয়ে সকলের মন জয় করে নেন স্ট্যান।

    ১৭ জন প্রতিযোগীর মধ্যে টিকে ছিল মাত্র ৫ জন। এই পাঁচের মধ্যে প্রথমে বাদ যান শালিন ভানোত। তারপর চতুর্থ স্থানে শেষ করেন অর্চনা গৌতম। শেষপর্বে সকল দাপুটে প্রতিযোগিদের হারিয়ে সেরার সেরা খেতাব আদায় করে নেন এমসি স্ট্যান।

    তবে গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মেতে উঠেছিল প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর জেতার লক্ষ্যে।

    পাঁচজন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। । প্রথম রানার নির্বাচিত হয়েছেন শিব ঠাকরে, দ্বিতীয় রানার আপ প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। চতুর্থ, পঞ্চম স্থান অধিকার করেছেন যথাক্রমে— মডেল গৌতম, অভিনেতা শালিন বানোত।

    বিজয়ী এমসি স্ট্যান সালমান খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনি আমাকে যা শিখিয়েছেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনি সত্যিকারের একজন মানুষ। আমি নিশ্চিত, আমার বাবা-মা আমাকে নিয়ে গর্ব করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা।

    মাহফুজা ১৩-

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর