বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে সিঙ্গাপুর এর উদ্দেশ্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ।
তিনি জানান,বিএনপি মহাসচিব কারাগারে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। নিজের শারীরিক চেকআপ করাতে তিনি সিঙ্গাপুর গেছেন।মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। এছাড়াও এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রীর একটি অপারেশন হয়। কিন্তু সেটা সফল না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকেও সিঙ্গাপুর নেয়া হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
তাদের দেশে ফিরার কথা রয়েছে আগামী সপ্তাহে । মহাসচিব দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
মাহফুজা ১০-২