২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বাংলাদেশ আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে

    বাংলাদেশ আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ।  বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দেয়া হয় এ ঘোষণা।

    এতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে ।

    প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

    তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও সাহায্যের জন্য ৪৬ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার।  দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য আছেন।

    সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ৪০ সেকেন্ডের এ ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তুরস্কেই ১২ হাজার ৩৯১ এবং সিরিয়ায় নিহতের সংখ্যা দুই হাজার ৯৯২ জন।

    মাহফুজা ৯-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর