১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আন্দোলনের নামে ভাঙচুর বা রাস্তা বন্ধ করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে – স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলনের নামে ভাঙচুর বা রাস্তা বন্ধ করলে  আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা  নেবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    বৃহস্পতিবার দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল এবং তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন। রাস্তাঘাট বন্ধ না করেন এবং নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন।

    আসাদুজ্জামান খান বলেন, জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর বা অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

    মাহফুজা ৯-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর