১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    সর্বাধিক জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে ঢাকা শিক্ষা বোর্ড;পাশের হারে কুমিল্লা এগিয়ে

    এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বাধিক জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

    বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

    ঢাকা বোর্ডে উত্তীর্ণ ২ লাখ ৪৩ হাজার ২২১ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৪২১ জন। ঢাকা বোর্ডে এবার ২ লাখ ৬৭ হাজার ৯৩৪ পরীক্ষার্থীর মধ্যে ৮৭ দশমিক ৮৩ শতাংশ পাস করেছে। এটি জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

    পাসের হারে পরের অবস্থানে আছে সাধারণ শিক্ষো বোর্ডে কুমিল্লা। ।কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৮৫ হাজার ৮৮০ শিক্ষার্থীর মধ্যে ৯০ দশমিক ৭২ শতাংশ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

    এবার ঢাকা বোর্ডে ৬২ হাজার ৪২১ জন, বরিশাল বোর্ডে, ৭ হাজার ৩৮৬ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৬৭০ জন, যশোর বোর্ডে ১৮ হাজার ৭০৬ জন, দিনাজপুর বোর্ডে ১১ হাজার ৮৩০ জন, রাজশাহী বোর্ডে ২১ হাজার ৮৫৫ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৭১ জন, ময়মনসিংহ বোর্ডে ৭ হাজার ১৭৯ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন, কারিগরি বোর্ডে ৭ হাজার ১০৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

    এদিকে এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হারে সবার ওপরে আছে কারিগরি। তাদের পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ।

    মাহফুজা ৮-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর