১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ই রমজান, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বাস ও কারের সংঘর্ষে নিহত ৩০ ;আহত ১৫ জন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাস ও কারের সংঘর্ষে মারা গেছেন ৩০ জন ।  এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    জিও নিউজের খবরে বলা হয়, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। থিমধ্যে শিতিয়াল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে গাড়ি দুটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে এবং নিহতদের উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

    পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয় তাদের।

    দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন এবং শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থানীয় সব চিকিৎসাসেবা বিভাগকে আহতদের সেবায় আত্মনিয়োগের নির্দেশ দিয়েছেন। আহতদের সবধরনের সহায়তার নির্দেশও দেন তারা ।

    গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও দুঃখপ্রকাশ করেছেন এ হতাহতের ঘটনায়।

    মাহফুজা ৮-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর