১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    হিরো আলমকে কিছুই বলিনি, মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি- ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না, আমার মন্তব্য ছিল মির্জা ফখরুলকে নিয়ে বলে জানালেন ওবায়দুল কাদের।

    সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    এদিন ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে (হিরো আলম) কিছুই বলিনি। আমি মির্জা ফখরুলের মন্তব্যের জবাব দিয়েছি।’

    তিনি বলেন, ‘সে প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে করেছে। ভালো ভোট পেয়েছে। তার সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি যা বলেছি আমি সেটা মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে।

    প্রয়াত মোসলেমউদ্দিনের জানাজায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কর্মী থেকে নেতা হয়েছে। নেতা হয়েও কর্মীর মতো কাজ করেছে। এটা হচ্ছে মূলকথা। ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগে কাজ করেছে। ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগে প্রবেশ। একজন বীর মুক্তিযোদ্ধা। মোসলেমউদ্দিন সংগ্রাম আন্দোলনে কখনো আপস করেননি। কখনো মাথা নত করেননি এবং দলের একজন নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান কর্মী ছিলেন । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন পূরণ করেছেন শেখ হাসিনা।

    আওয়ামী লীগের এ নেতার জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায়, মোসলেম উদ্দিনের কাছে তা শেখার রয়েছে।

    আরেক আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

    গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীর চরে সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘ফখরুল সাহেব বললেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এতো দরদ উঠলো তার?’

    তিনি বলেছেন, ‘তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্নভঙ্গ হয়েছে।’

    সেদিন রাত ৯টায় নিজ ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলম ওবায়দুল কাদের প্রসঙ্গে কথা বলেন।

    হিরো আলম বলেছেন, ‘একটা বিষয়ে ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনদিন জিরো বানাতে পারবে না। হিরো হিরোই থাকে। আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। এটা আপনি (ওবায়দুল কাদের) ভুল বলেছেন। হিরো আলমকে যারা জিরো বানাতে এসেছে, তারাই জিরো হয়েছে।’

    তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

    মাহফুজা ৬-২

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর