২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পটুয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন আ’লীগ নেতা সুলতান আহমেদ মৃধা

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেছেন।

    পটুয়াখালী জেলা শহরের ১২০ টি মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম, খাদেমসহ ইসলামিক ফাউন্ডেশনের স্টাফদের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছেন।  তিনি গত কয়েকদিনে পটুয়াখালী পৌরসভা, সদর উপজেলা ও দুমকী উপজেলার প্রতিটি ইউনিয়নে  শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

    ২৯ জানুয়ারী রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষন হলে জেলা আওয়মীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা’র সভাপতিত্বে  ও ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওঃ মুহাঃ আব্দুল হালিমের সঞ্চালনায় খতিব, ইমাম, মোয়াজ্জেম, খাদেমসহ আলেম ওলামায়ে কেরামদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান সবির গাজী, বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ।  এ সময় উপস্থিত ছিলেন  জেলা কৃষকলীগের সহ-সভাপতি মাসুম বিশ্বাস, জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ অসীম মৃধা প্রমুখ।  ১৭ ডিসেম্বর পুরান বাজার মসজিদ কমপ্লেক্সের পরিচালিত হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরনের কার্যক্রম শুরু করে পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ- দুমকী উপজেলার সকল ইউনিয়নে গিয়ে এ পর্যন্ত  ১০ হাজার ৫০০  কম্বল বিতরন করা হয়েছে বলে কম্বল বিতরনের উদ্যোক্তা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা  জানান। স্ব-উদ্যোগে এ কম্বল বিতরন ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর