১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    পূর্ব জেরুজালেমে ইহুদিদের উপাসনালয়ে সিনাগগে এক বন্দুকধারী হামলায় মারা গেছেন সাতজন

    পূর্ব জেরুজালেমে ইহুদিদের উপাসনালয়ে সিনাগগে এক বন্দুকধারী  হামলায় মারা গেছেন সাতজন । আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরটি জানায় রয়টার্স, বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায় শুক্রবার  স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে হামলাকারীকে নিস্ক্রিয়  করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

    স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ইসরাইলি পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের একজন সদস্য। ফাদি আয়েশ পূর্ব জেরুজালেমের শুয়াফাতে এলাকায় বসবাস করতেন।

    ইসরাইলি পুলিশ আরও জানায়, আয়েশ সয়ংক্রিয় রাইফেল নিয়ে আব্রাহাম সিনাগগে এলোপাতাড়ি গুলি চালিয়ে বেইত হানিনার ফিলিস্তিনি পাড়ার দিকে পালিয়ে যায়।

    টাইমস অব ইসরাইল জানায়, পরে ইসরাইলি পুলিশ তাকে গ্রেফতারের অভিযান চালানোর সময় সে পুলিশের দিকে গুলি ছোঁড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হয়।

    এদিকে ইহুদি উপাসনয়ালয়ে হামলায় নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘আমরা  ইসরাইলি জনগণের সাথে সংহতি জ্ঞাপন করছি।’ এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

    বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের সময় নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

    ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানায়, ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাঁচজন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এরমধ্যে একজন ৭০ বছর বয়সী নারীও রয়েছেন।

    এদিকে ইসরায়েলি পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে। তারা বলছে, এই হামলা নেভ ইয়াকভের একটি উপাসনালয়ে ঘটেছে।

    ইসরায়েলি পুলিশ দাবি করছে, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে আসে বন্দুকধারী। এরপর উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনে গুলি চালায়। ওই বন্দুকধারীও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

    এদিকে গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম রয়টার্সকে বলেন, শুক্রবারের এই হামলা ছিল ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এর আগে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়।

    ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ওই এলাকায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।

    মাহফুজা ২৮-১

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর