২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    বাড্ডায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

    মোঃ রিপন হাওলাদার : রাজধানীর পূর্ব বাড্ডা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরিদ উদ্দীনের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফার্ণিচার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীরা।

    শুক্রবার সকাল ১১ টায় এলাকাবাসী ও কারখানা মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধন মিছিলটি পূর্ব বাড্ডা রোড থেকে জয় বাংলার মোড় এগারো স্বরণী বাজার রোড দিয়ে মধ্য বাড্ডা প্রধান সড়কের ইউলুপের নিচে কিছু ক্ষণের জন্য অবস্থান নেয়।

    বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা জয় বাংলার মোড় সংলগ্ন এলাকায় হামলার শিকার ফরিদের প্রধান ডেইরি ফার্ম ও প্রধান ষ্কীন প্রিন্ট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ২৪ জানুয়ারি সন্ধ্যায় উক্ত প্রতিষ্ঠানে গিয়ে পূর্ব শত্রুতার জেরে  কিছু চিহ্নিত লোক নিয়ে তাদের উপর চড়াও হয়।এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে সেখানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে প্রতিপক্ষের লোকজন একজোট হয়ে লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি আঘাত করে। পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে আগত সংঘবদ্ধ ব্যক্তিদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয় খামার ব্যবসায়ী ফরিদ উদ্দিন।

    ঘটনার দিন সংশ্লিষ্ট থানায় নয় জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন ভূক্তভোগীর বড় ভাই আলাউদ্দিন।

    মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ফার্ণিচার ব্যবসায়ী সমিতির এক নেতা বলেন, ফরিদ উদ্দিন এর উপর এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তাদের বিচারের দাবিতে আমরা এই মানব বন্ধন করছি। এতে ব্যবসায়ীসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে  একজন ব্যবসায়ীর উপর ন্যাককার জনক ঘটনার প্রতিবাদ জানাতে।

    আহত ফরিদ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ,আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে পরিচালিত হচ্ছে সেটা আমার মায়ের নামে ক্রয়কৃত সম্পত্তি। আমি অনেক বছর আগে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দুটি গড়ে তুলেছি । প্রতিষ্ঠান স্থাপনের পর থেকে বিবাদীদের মধ্যে শাহাবুদ্দিনসহ এজাহারের ৪ নং বিবাদী পর্যন্ত ব্যক্তিরা বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করতো। তাদের প্রত্যাশিত চাঁদার অর্থ না পেয়ে নানা ভাবে তারা বিরোধ তৈরির অপচেষ্টা করছিলো। সর্বশেষ ঘটনার দিন তারা আমাদের প্রতিষ্ঠানে জোর করে  ঢুকে আমাদেরকে অশ্লালিন ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তারা অজ্ঞাতনামা কিছু লোক দিয়ে  প্রাণনাশের উদ্দেশ্যে সশস্ত্র কার্য চালায় । তাদের অসৎ উদ্দেশ্য থেকে আমরা রক্ষা পেতে চাই।এসব অপকর্ম কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে সমাজের শান্তি প্রিয় ব্যবসায়িদের নিরাপত্তা নিশ্চিত করবেন এমন প্রত্যাশা করছি।

    মাহফুজা ২৭-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর