১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    তেলের লরির ধাক্কায় পাঠাও চালকের মৃত্যু

    রাজধানীর পল্টনে তেলের লরির ধাক্কায় নিহত হয়েছেন মোটরবাইক চালক মো. শহিদুল ইসলাম (৪০) নামে এক যুবক ।

    রোববার (১৫ জানুয়ারি, ২০২৩) রাত ২টার দিকে বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন স্কাউট ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, দুর্ঘটনার পর শহিদুলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন।

    নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালক মোহাম্মদ জামিল হোসেন বলেন, দুলাভাই মধ্যরাতে মোটরবাইক চালিয়ে বাসাবো কদমতলী বাসায়  যাওয়ার পথে পল্টন  স্কাউট ভবনের সামনে একটি তেলের লরি পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাইক নিয়ে  রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়।  তিনি সবুজবাগের কদমতলী বাসাবোতে ভাড়া থাকতেন।

    ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর