রাজধানীর গুলশানে গোলাগুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর এ ঘটনায় পুলিশ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ মিন্টুসহ তিন জনকে গ্রেপ্তার দেখিয়েছে ।
সোমবার (১৬ জানুয়ারি, ২০২৩) দুপুরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, বিকাশ করে টাকা দেওয়ায় ওমান প্রবাসী আরিফ হোসেনকে গ্লোরিয়া জিন্স ক্যাফের পাশের একটি বিকাশ দোকানের মালিক হাবিবুর রহমান আলী আটকে রাখেন। এরপরই মূলত ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, রোববার (১৫ জানুয়ারি, ২০২৩) বিকেলে মনির আহমেদ ও মিন্টুসহ চার পাঁচ জন ঘটনাস্থলে এসে আরিফকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু দোকানিরা বাধা দিতে গেলে সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে সাত থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়। মিন্টুর ছোড়া গুলিতে আমিনুল ইসলাম নামে একজন ও রহিম নামে এক ভানচালক গলিবিদ্ধ হন। এ ঘটনায় আরিফ হোসেন তার ভগ্নিপতি মনির হোসেন ও মিন্টুকে আটক করা হয়। রাতেই আমিনুল ইসলাম গুলশান থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন।