১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আ.লীগ যখনই ক্ষমতায় এসেছে ইসলামের জন্য কাজ করেছে: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের খেদমত করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে ইসলামের জন্য  কাজ করেছে।

    সোমবার (১৬ জানুয়ারি. ২০২৩) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    এ সময় বিশ্ব ইজতেমা বাংলাদেশে আনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টাতেই এই আয়োজন বাংলাদেশ পেয়েছে। তুরাগ নদীর তীরে এই জায়গাও তিনি দিয়েছিলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথম ধাপে ৫০টির পর এবার দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করছেন তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর