১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি হয়েছেন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ১১টায়  তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

    বিএনপি মহাসচিবের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

    তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর চিকিৎসকের পারমর্শে তাকে হাসপাতাল ভর্তি করানো হয়েছে। কতদিন হাসপাতালে থাকবেন সেটা বলতে পারছি না। বিএনপির মহাসচিব সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    এক মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীকে আটক করে পুলিশ। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়

    ৩ জানুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন বিএনপির মহাসচিব।

    মাহফুজা ১৫-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর