প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ডর কাছে লেখা এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘নেপালের পোখারায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত।’
বিমানটিতে ৭২ জন আরোহী ছিলেন এবং তাদের বেশিরভাগই নেপালি। বিভিন্ন দেশের কয়েকজন যাত্রীও ছিলেন ওই বিমানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অত্যন্ত গভীর শোকের এই মুহূর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের প্রার্থনা—যারা তাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন, তারা যেন এ শোক সইতে পারেন । নেপালের শোকাহত জনগণ এই অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারেন।’
তিনি বলেন, আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।
রোববার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় ৭২ জন আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত হয়। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চার জন ক্রু ছিলেন।
মাহফুজা ১৫-১