নেপালে কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকালে কাস্কি জেলার পোখরায় বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনাকবলিত প্লেনটিতে ৭২ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ৬৮ যাত্রী এবং চারজন ক্রু।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ।
ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্লেন বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসাবশেষে আগুন লেগেছে এবং উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে স্থানীয় কর্মকর্তা গুরুদত্ত ঢকাল জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘উদ্ধারকারীরা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। সব সংস্থাই এখন আগুন নেভাতে এবং যাত্রীদের উদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছে।
মাহফুজা ১৫-১