চীনে সড়ক দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন। এসময় আহত হন ২২ জন । দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে রোববার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, নানচাং কাউন্টিতে সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
অবশ্য ঠিক কতটি যানবাহন এই দুর্ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে স্থানীয় ট্রাফিক ব্যবস্থাপনা ব্রিগেড জানিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
এদিকে দুর্ঘটনার খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ওই এলাকায় ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বিরাজ করছে।
এতে আরও বলা হয়, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন। ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না।
মাহফুজা ৮-১