নির্মাতা আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম মুক্তির আগে সিনেমাটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ।
শুক্রবার রাতে শীত উপেক্ষা করে অভিনেত্রী পরীমনিসহ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম যমুনা ফিউচার পার্কে ছুটে গিয়েছিলেন প্রচারণায়।
আমাদের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রধান দর্শকরা, অনেক ভালোবাসা আপনাদের জন্য।২০ জানুয়ারি দেখা হবে সিনেমা হলে বলে জানান পরিমনি।
বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
কিছুদিন ধরে দুঃসহ সময় পার করছেন পরীমনি। এমন বৈরী সময়ও বসে নেই পরী এবং দায়িত্ববোধ থেকেই ছুটে গেছেন সিনেমার প্রচারে। রাজ্যকে সামলে পরীর এমন শীতের রাতে বের হওয়াকে সাধুবাদ জানান অনেকে।
মাহফুজা ৭-১
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম মুক্তির আগে সিনেমাটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |